এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নকল স্বর্ণের বারসহ প্রতারক গ্রেফতার

বরিশালে নকল স্বর্ণের বার তৈরীর সময় মো. জসিম হাওলাদার (৩২) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এ সময় ৬পিস নকল স্বর্ণের বার, ১২পিস পিতলের বার ও নকল স্বর্ণ তৈরীর সরমাঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে নকল স্বর্ণ তৈরীকারী অপর ৫ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তোতা মিয়া। এ ঘটনায় আটককৃত জসিম সহ পলাতক ৫ সদস্যকে আসামী করে মেট্রোপলিটন কাউনিয়া থানায় এজাহার দাখিল করেছেন এসআই ফখর উদ্দনী।

সহকারী পুলিশ কমিশনার তোতা মিয়া জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন যাবত স্বর্ণ প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ বিষয়টি নজরদারীতে রেখেছিল পুলিশ। সোমবার রাতে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. ফখর উদ্দীন ও এএএসআই জামাল সংগীয় ফোর্সসহ নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকায় ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাউনিয়া প্রথম গলির একটি বাসায় নকল স্বর্ণ তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের ৫ সদস্য পালিয়ে গেলেও প্রতারক জসিম হাওলাদারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় আটককৃত জসিমের বসতঘরে তল্লাশী করে ৬ পিস নকল স্বর্ণের বার, ১২ পিস পিতলের বারসহ নকল স্বর্ণ প্রস্তুত করা সরঞ্জামাদী উদ্ধার করেন তারা। এ ঘটনায় ডিবির এসআই মো. ফখর উদ্দীন বাদী হয়ে আটককৃত জসিমসহ পালিয়ে যাওয়া প্রতারক চক্রের সদস্য আগৈলঝাড়া থানাধীন নাগার গ্রামের মৃত মাহেন্দ্রনাথ বল্লাবের পুত্র অপু ঘোষ ওরফে মঙ্গল বল্লব (৪৫), কাউনিয়া সাধুর বটতলা এলাকার বাসিন্দা বাদশার পুত্র সুমন (৩০), কাউনিয়া বাসু মিয়ার গলির ভাড়াটিয়া এমরান (৩২), পুরানপাড়া এলাকার কালু (৩৫) ও কাউনিয়া হাউজিং এলাকার মফিজকে আসামী করে মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন।

সহকারী কমিশনার আরো জানান, স্বর্ণ প্রতারক অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্বর্ণ প্রতারকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official