তানজিম হোসাইন রাকিব:
গতকাল (শুক্রবার) ১২ অক্টোবর চাদমারী মাদ্রাসা সড়ক বঙ্গবন্ধু কলোনি থেকে রাত ৮.৩০ মিনিটে ১২ বছরের এক শিশু নিখোজ হয়।
শিশুটির নাম রিয়াজ হাওলাদার। পিতার নাম মনির হাওলাদার। মাতার নাম নাসিমা বেগম।
নিখোজের সময় শিশুটির গায়ে ছিল নীল রং এর একটি শার্ট এবং কমলা কালারের একটি প্যান্ট। যদি কোনো ব্যাক্তি শিশুটির খোজ দিতে পারেন তাহলে তাকে পুরুষ্কিত করা হবে।
যোগাযোগের ঠিকানা: চাদমারি মাদ্রাসা সড়ক, বঙ্গবন্ধু কলোনি, ১১ নং ওয়ার্ড, বিসিসি বরিশাল।
মোবাইল: ০১৭৩৪-৫১০২৪৭