বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার হয়েছেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান (৫০)।
আজ বুধবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটকের পর রাতে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলার আসামি হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরীর সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত এবং সিটি করপোরেশনের সাবেক ৯ কাউন্সিলরসহ এখন পর্যন্ত ২৩ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।