চাঁদাবাজ ও কথিত সাংবাদিক জামাল হোসেন, আজিজুল হক ও জব্বার তালুকদার গ্রুপ গণধোলাইয়ের পর আটকের খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
বাবুগঞ্জ একটি বেকারিতে ভূয়া অভিযান চালাতে গিয়ে কথিত সাংবাদিক এম জামাল, জব্বার তালুকদার ও মোল্লা আজিজ থানা পুলিশের কাছে আটক হন।
প্রাথমিক তথ্যমতে, কথিত এ সাংবাদিকরা একটি প্রাইভেটকারসহ জেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগ এর পর থেকে বিভিন্ন সময়ে ধাওয়া খেলেও আজ আটক হল চক্রটি। চক্রটিতে রয়েছে একজন নারীও। অভিযুক্তরা বিভিন্ন বেকারি, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে লাগাতার চাঁদাবাজি করে আসছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ বাজারে মধুবন বেকারির মালিক রফিকের কাছে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় স্থানীয় তাদের গনধোলাই দিয়ে থানায় ফোন করলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।