নিজস্ব প্রতিবেদক :
বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তারসহ চোরাই কৃত ৩টি মটর সাইকেল উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ অক্টোবর) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থেকে মোটর সাইকেল ৩টি উদ্ধার করে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করা হয়েছে।
এসময় মটর সাইকেল চোর চক্রের সদস্য পটুয়াখালীর সামসু ঢালীর ছেলে মোঃ লিটন ঢালী (৩২), পাথরঘাটার জামাল হোসেনের মোঃ আল হাদিস (১৮), দুমকির মোঃ আঃ হাই সিকদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম সিকদার (৩৫)।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ অভিযান অব্যাহত থাকবে।
সকল শ্রেণী পেশার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ওসি।