এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ বরিশাল

বরিশালে ৯০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপাের্টার// রেজয়ানুর রহমান সফেন :

জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বরিশাল জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে বরিশাল জেলায় মোট ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ৮৭ টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১৩ টি সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৮ লক্ষ ৩০ হাজার।

টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official