বরিশাল গৌরনদীর বাইচখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিএমএফ পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গৌরনদীর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, সকালে মাওয়া থেকে যাত্রীবাহী বাস বিএমএফ পরিবহন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর পৌনে ২টার দিকে গৌরনদীর বাইচখোলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন প্রায় ১০ জন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি শেখ আতিয়ার রহমান।