আজ শুক্রবার বিকেল ৫ টায় বরিশাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারন সভা-২০২২।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারন সম্পাদক তমাল মালাকার।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মুখার্জী ,মৃনাল কান্তি সাহা, চঞ্চল দাস পাপ্পা,সজ্ঞয় চক্রবর্তী, অমর কুমার পুশিলাল,কিশোর কুমার দে,জয়ন্ত কুমার দাস, এ্যাড.দিলিপ কুমার ঘোষ,বিষু ঘোষ সহ আরো অনেক সদস্য ও নেতৃবিন্দ।
সভায় প্রধান বক্তা তমাল মালাকার বলেন, আগামী ০৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ২৩ অক্টোবর ২০২২ রবিবার মহাশ্মশানে উপমহাদেশের ঐতিহ্যবাহি শ্মশান দিপালি উৎসব অনুষ্ঠিত হবে এবং ০৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ অক্টোবর ২০২২
সোমবার শ্রী শ্রী শ্যামা মায়ের পূজ অনুষ্ঠিত হবে বরিশাল মহাশ্মশানে। তিনি বলেন, আমি সমাজের জন্য কাজ করি ধর্মীয় চেতনাকে সমুন্নত রেখে ভুলে উর্ধ্বে আলোচনার মাধ্যমে সকল সমাধান করটাই যুক্তিযুক্ত।আমি মনে করি গত বছরে যতটুক সফলতা তা সকল নেতৃবিন্দের যৌথ প্রয়াসে হয়েছে এর কৃতিত্ব সবটুই আপনাদের।বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মুখার্জীর সুচিন্তিত পরামর্শ ও সাহায্য সহযোগিতা এবং কমিটির সকল সদস্যের সহযোগিতা কথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
এসময় তিনি সিটি কর্পোরেশন সকল কর্মকতা,প্রশাসন, মিডিয়া ও সাংবাদিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।