বরিশাল নগরীর পুলিশ লাইনস্ রোড সেলিব্রেশন পয়েন্টের কনফারেন্স রুমে শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর কাজী আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মোঃআবু মাসুম ফয়সাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান মিলন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের জাহাঙ্গীর হাওলাদার মিন্টু।
আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস এম নাঈম ঢালী
এয়ারপোর্টে থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল মুখার্জি
কোতোয়ালি থানার সভাপতি এস এম সায়েম ঢালী
বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আজীবন সদস্য ইঞ্জিনিয়ার এইচ এম রনিসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
পরিচিতি সভা শেষে নতুন কমিটির সকল সদস্য কে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর কাজী আল-মামুন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল অঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ।
সভার সঞ্চালনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল অঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কে.এম মেহেদি হাসান বাপ্পী।