এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয় প্রচ্ছদ রাজণীতি

বাড়তি টাকা না নিতে আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিচারপ্রার্থীদের কাছ থেকে ওকালতনামার বাড়তি টাকা না নেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, আইনজীবীরা একটা শক্তি,এই শক্তির অপপ্রয়োগ করলে জনগণের আস্থা হারাতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কোন আইনজীবী বা তার ভাইয়ের বিরুদ্ধে কেউ মামলা করলে কোন আইনজীবী তার পক্ষে মামলা লড়েন না, এখানে এমন একটি অলিখিত বিধান চালু রয়েছে। যেটা আইনের শাসনের পরিপন্থী। তিনি এমন বিধান থেকে সরে আসার জন্য আইনজীবী সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন। আইনমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বারের নতুন ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। ভবনটি রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে নামকরণ করা হবে বলে জানা গেছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এম.এ. রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদ প্রমুখ।

মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official