নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কবি জীবনান্দ দাসের স্মৃতি বিজরিত বিএম কলেজে ইংরেজি বিভাগের শত বছর পূর্তি উদযাপনের উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি বিভাগের এল্যামনাই এসোসিয়েশন।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা গুলশানের লেকউড রেসিডেন্সি লিমিটেড এর হল রুমে এল্যামনাই এসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, এল্যামনাই এসোসিয়েশনের আহবায়ক বাহাউদ্দীন গোলাপ, যুগ্ম আহবায়ক কে এম বাকী উল আহসান বান্না, সদস্য সচিব জাহিদ আব্দুল্লাহ রাহাত।
আরো উপস্থিত ছিলেন, অহেদুজ্জামান, আহমেদ রেজা,এল্যামনাই এসোসিয়েশনের ঢাকা কো অডিনেশন টিম এর আহবায়ক এ কে এম রহিম, সদস্য সচিব এইচ এম রেজভী আহমেদসহ ইংরেজী বিভাগের সাবেক শিক্ষর্থীবৃন্দ।
আগামী ২৫ ডিসেম্বর সকালে বরিশাল (ব্রজমোহন) বিএম কলেজ ক্যাম্পাস ও বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উৎসব শুরু হবে।