33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জেলার সংবাদ বরিশাল

বিনামূল্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগ করবে বরিশালবাসী

রাতুল হোসেন রায়হান:

এবারই সর্বপ্রথম বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল নয়টায় খেলার উদ্বোধন করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে নয়টায় স্টেডিয়ামের মাঠে শুরু হবে চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল-ব্যাটের লড়াই।

২৬ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচ (যুব টেস্ট) শেষ হবে আগামী ২৯ অক্টোবর। আর আন্তর্জাতিক এ খেলা উপভোগ করার জন্য দর্শকদের গ্যালারিতে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগবে না। দর্শনার্থীরা শহীদ আব্দুর সেরনিয়াবাত স্টেডিয়ামের গ্যালারিতে বসেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক চারদিনের ক্রিকেট ম্যাচের প্রতিটি খেলা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। শনিবার সকাল নয়টায় স্টেডিয়ামে আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচের উদ্বোধণ করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহ।

এদিকে খেলা শুরু আগেরদিন শুক্রবার বৈরি আবহাওয়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ন্যায় উভয়দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে প্রথমদিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের ও বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা মাঠে অনুশিলন করেছে। উভয়দলের খেলোয়াড়দের থাকা হোটেলের চারিপাশে সার্বিক নিরাপত্তাসহ আসা-যাওয়ার পথ এবং স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, আজ শনিবার সকালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলেও এ মাঠে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার যুব আন্তর্জাতিক এ ম্যাচটি বরিশালের জন্য এসিড টেষ্টের মতো। এ ম্যাচের মধ্যদিয়েই বরিশালে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সক্ষম হবে।

আর এজন্য তিনি সকলের সার্বিক সহায়তায় এই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক এ ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়দের পুরো নিরাপত্তায় র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বে রয়েছেন। তবে মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব সিকিউরিটি টিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ শুরু আগের দিন শুক্রবার দিনভর বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো উভয়দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে আগেরদিনের (বৃহস্পতিবার) উভয়দলের অনুশীলনকে ঘিরে ৩০ হাজারের ওপর দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি নিয়ে স্থাপিত বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চারিপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, উভয়দেশের খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা ও স্টেডিয়াম থেকে মাঠে নেয়ার ক্ষেত্রে বরিশালের চৌকস নিরাপত্তা বাহিনী বিসিবি’র সিকিউরিটি কাঠামো মেনে তাদের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশী দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। ফলে বরিশালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official