ভোলা প্রতিনিধি // মো: নিশাত::
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে সংর্ঘষ ও গুলিতে নিহত ৪ জনের জন্য সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ডাকা দোয়া মুনাজতকে কেন্দ্র করে ভোলার অভ্যান্তরিন সকল রুটের যাত্রীবাহী বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এদিকে ভোলা শহর থেকে পুলিশ একজনকে আটক করেছে।
আজ শুক্রবার দুপুর ৩ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মনাজাতের আহবান করে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। কিন্তু তা গত রাতে স্থগিত করা হয়।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ন সচিব মাওলানা মিজানুর রহমান জানান, ইতিপূর্বে প্রশাসন মৌখিক ভাবে তাদের অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। অনুমতি না পাওয়ায় তারা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি চরমোনাই পীর পীর মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের সাথে আলোচনা করে তাদের দোয়ার কর্মসূচী স্থগিত করা হয়।
এদিকে ওই কর্মসূচীকে কেন্দ্র করে ভোলা শহরের গুরুত্বপূর্ন স্থানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে চলছে ৩ বাহিনীর যৌথ টহল। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব পুলিশ বিজিবি মোতায়ন করা হয়।
অন্যদিকে ভোলা-চরফ্যাসন সহ অভ্যান্তরিন সকল রুটে এবং ভোলা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, সকালে শহরের বাংলা স্কুল ব্রীজ এলাকা থেকে সন্দেহ ভাজন ১ জনকে আটক করা হয়েছে।