ভোলার লালমোহনে জসিম নামে এক ব্যক্তিকে তার দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। পরে এই নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। রবিবার (২৭ অক্টোবর) রাতে অভিযুক্ত কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে গ্রেফতার করে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিমকে জনসম্মুখে নির্যাতন করা হচ্ছে। সেখানে তার দুই সন্তানও ছিল।
জানা গেছে, জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। তিনি প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জনসম্মুখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হাসান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বরিশালটাইমসকে জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রবিবার রাতে ডাকাতি মামলায় গ্রেফতারের পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।’