ভোলা প্রতিনিধি//মো: নিশাত ::
৩ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ৬ অক্টোবর শহরের কাঁচাবাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজুদ রাখার অভিযোগে নকিবুজ্জামান নামে এক ব্যবসায়ীর সাড়ে ৩ হাজার কেজি পেঁয়াজ জব্দ করা হয়।
এছাড়াও অতিরক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে জুয়েল নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার, রতন সাহার ৩০ হাজার, ফরিদ ব্যবসায়ীর ৩০ হাজার, নোমানের ৫ হাজার ও রুবেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ওইদিন থেকেই জরিমানা আতঙ্কের কারণে ১০ অক্টোবর পর্যন্ত ভোলায় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পুরো শহর জুড়ে লেগে গিয়েছিল পেঁয়াজের জন্য হাহাকার। পেঁয়াজ যেন এক অমূল্য রতন? ক্রেতারা পেঁয়াজের জন্য ঘুরেছেন প্রতিটি দোকানে দোকানে। সব থেকে ছোট পেঁয়াজসহ পুরাতন কিছু পেঁয়াজ পাওয়া যেত বিভিন্ন বাজারে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
এরপর বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক মোকামের পেঁয়াজ ক্রয় করার রসিদ দেখে এবং যাচাই-বাছাই করে ক্রয় করা দামের চেয়ে ৫ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে এমন আশ্বাসে শুক্রবার থেকে ভোলায় পেঁয়াজ আমদানি শুরু হয়।
যদি পেঁয়াজ আমদানি অব্যাহত থাকে তবে ভোলায় পেঁয়াজের হাহাকার ২ দিনের মধ্যেই অবসান হবে বলে জানায় ব্যবসায়ীরা।