28 C
Dhaka
নভেম্বর ২১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। গত ১২ অক্টোবর ইসলামী আন্দোলনের জনসভায় কয়েকজন আলেমের ওই দলে যোগদান নিয়ে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে দাবি করেন। এঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।

লিখিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ছালেহ উল্লেখ করেন, গত ১২ অক্টোবর মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী আন্দোলনের একটি সভা হয়েছিল। ওই সভায় কে বা কাহারা ইসলামী আন্দোলনে যোগদান করেছিল। উপজেলা ইসলামী আন্দোলনের কতিপয় নেতাকর্মী তাদেরকে জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে অপপ্রচার করছেন। কিন্তু উপজেলা জামায়াতে ইসলামীর কোনো নেতা, কর্মী কিংবা কোনো সমর্থক ইসলামী আন্দোলনে যোগদান করেননি।

মো. আবু ছালেহ আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা দলীয় নীতি আদর্শে দৃঢ় বিশ্বাসী। তারা অন্য কোনে দলে যোগ দেওয়ার চিন্তা করেন না। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এতে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গঠন বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মোতালেব, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. মো. মোর্শেদ আলম, মো. সিদ্দিকুর রহমান, কাজিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস ছাত্তার সিদ্দিকী, গাছুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. দিদারুল আহসান প্রমুখ। 

সম্পর্কিত পোস্ট

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official

বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

banglarmukh official

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

banglarmukh official

বরিশালে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official