ঝালকাঠী প্রতিনিধি//আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন যুবলীগের দুই নেতা । গত ২২ অক্টোবর ঠিকাদারি কাজে রাজাপুর থেকে ঝালকাঠি ফেরার সময় জেলা যুবলীগ নেতা কাজী মারুফুজ্জামান ইরান ও মোস্তাফিজুর রহমান রিংকুকে আটক করে ডিবি পুলিশ। আসন্ন যুবলীগের নতুন কমিটিকে ঘিরে একটি মহল দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে তাদেরকে গত ২২ অক্টোবর ঝালকাঠির সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় জড়ানো হয়। তবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীরা ষড়যন্ত্রের বিষয়টি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পেশ করেন। পেশাগত ও সামাজিক অবস্থান বিবেচনা করে তাদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।