শেখ সুমন :
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শপথ গ্রহণ করেছেন। সোমবার গণভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আগামীকাল ২৩ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি গত ৩০ জুলাইয়ের নির্বাচনে এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
গত ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।