শফিক আমিন:
প্রতিযোগিতায় নেমেছি
প্রাণপনে মস্তিষ্ক তাড়াই,
পিঁপড়া, হাতির বড় কিছু মনে হলো
সু-বিশাল বৃক্ষ দুঃসাহসে তাকেও আঁকলাম !
জিত হলো বৃক্ষের,
সে আকাশ ছুঁতে আগ্রহী বাতাসে
পরীক্ষা করে নেয় মূল ও কাণ্ড
তার মাথায় নতুন দুটো পাতা প্রস্ফুটিত হলো
এখনই সে উড়ে যাবে
সদ্য ফোটা পাতায় ভর করে।