নিজস্ব প্রতিবেদক : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। জুবায়ের আদনান নামের এক যুবক এ হামলা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ।
শুক্রবার দুপুর একটার দিকে শহরের ফকিরবাড়ি সড়কে সারার বড় বোনের বাসায় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ এবং নাসরিন আক্তার সারাা সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মসজিদের ঈমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান (২৪) বেশকিছুদিন যাবৎ নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । সারা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয় এবং প্রায়ই পথেঘাটে তাকে বিরক্ত করা শুরু করে ।
শুক্রবার দুপুর একটার দিকে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সরার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার দরজায় নক করে । দরজা খোলার সাথে সাথে আদনান সারাকে চড় থাপ্পর মারা শুরু করে । মারধরের এক পর্যায় সারা জ্ঞান হারিয়ে ফেললে, আদনান পালিয়ে যায় ।
সারার বড়বোন ও প্রতিবেশীরা সরাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় এবং পরে সদর হাসপাতালে ভর্তি করে । এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে জুবায়ের আদনান বলেন,‘ নাসরিন আক্তার সারার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন ধরে সে অন্য এক ছেলের সাথে সম্পর্ক শুরু করে। আমি এ বিষয়টির প্রতিবাদ করলে সে মিথ্যা হামলার অভিযোগ করে।
ঝালকাঠি থানার ডিউটি অফিসার মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে ওসি স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।