নিজস্ব প্রতিবেদকঃ
র্যাবের সোর্স পরিচয় দিয়ে বরিশাল দাপিয়ে বেড়াচ্ছে একদল সন্ত্রাসী গ্রুপ। বরিশাল নগরীর কালিজিরা ২৬ নং ওয়ার্ডের বাসিন্ধা আব্দুস সালাম তালুকদারের পুত্র মো: মাসুম তালুকদার র্যাবের সোর্স পরিচয় দিয়ে নিরিহ মানুষের উপর হামলা চালায়। পিতা আব্দুস সালামের সহযোগীতায় এ অপকর্ম করে বেড়াচ্ছে মাসুম।
ইতোপূর্বে পুলিশ তাকে আটক করলেও জামিনে বের হয়ে আবারও সেই সন্ত্রাসী করে বেড়ায় এই মাসুম। কিছুদিন পূর্বে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্ধা আঃ হক গাজীর সাথে কথা কাটাকাটি হলে সে আঃ হক গাজীকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ পর্যায় মাসুম নগরীর লালাদীঘির পাড় থেকে ৬ জন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসে এবং দা নিয়ে আঃ হক গাজী, তার ছেলে ফরিদ গাজী, ও ছোট ছেলে আঃ মহিউদ্দিন গাজীর উপর হামলা করে। এতে আঃ হক গাজী, তার ছেলে ফরিদ গাজী ও মহিউদ্দিন গাজী মারাত্তক ভাবে আহত হয়। ফরিদ গাজীর মাথায় ১৪ টি সেলাই লাগে।এর পর আঃ হক গাজীর দায়ের কৃত মামলায় পুলিশ মাসুমকে গ্রেফতার করে। তবে বেশিদিন জেলহাজতে থাকতে হয় নি এ মাসুমকে। আদালত থেকে জামিন এনে আবারও প্রাননাসের হুমকি দেয় আঃ হক গাজীকে।এই প্রাননাশের হুমকি দেওয়ায় আঃ হক গাজী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে।
আব্দুল হক গাজী জানান, এই সন্ত্রাসী মাসুম তাকে ও তার ছেলেকে কয়েকবার প্রাননাসের হুমকি ও হত্যা চেষ্টা করেছেন। তার জীবন এখন নিরাপত্তা ঝুকিতে রয়েছে। এ মাসুমকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি আঃ হক গাজীর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, নিজেকে র্যাব-৮ (র্যাপিড একশন ব্যাটালিয়ন) এর সোর্স পরিচয় দিয়ে সন্ত্রাসী করে বেড়ায়। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।একে দ্রুত আইনের আওতার নামার দাবি এলাকাবাসীর।