ভারতের বর্তমান ক্রিকেট দলে অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে দীর্ঘ ছয় মৌসুম ধরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তবে দলটির ফ্র্যাঞ্চাইজির কর্তারা ব্যাটসম্যান কোহলির পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও অধিনায়ক কোহলিতে খুশি নন। তাই আপাতত যা খবর, আসন্ন আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে, বিরাটের জায়গায় বেঙ্গালুরুর ক্যাপ্টেন কে হবেন? এক্ষেত্রে ফ্রাঞ্জাইজি সূত্র থেকে যা জানা যাচ্ছে, আপাতত এবি ডি ভিলিয়ার্সের দিকেইনেজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ড্যানিয়েল ভেট্টোরিকে সরিয়ে গ্যারি কার্স্টেনকে কোচ হিসেবে বেছে নিয়েছে বেঙ্গালুরু। আশিস নেহরা থাকছেন। আইপিএলের প্রতিটা মৌসুমেই হেভিওয়েট টিম গড়ে বেঙ্গালুরু। কিন্তু টুর্নামেন্ট শেষে সাফল্যের নিরিখে ঝুলিতে কিছুই থাকে না। প্রচুর খরচ করে টিম গড়েও দিনের শেষে ফলাফল শূন্য। আর সে জন্য কিছু অংশে বিরাটের নেতৃত্বকেই দায়ি করছেন কর্তারা।
কিছুদিন আগেও একবার খবর রটেছিল কোহলিকে নেতৃত্ব থেকে সরাচ্ছে বেঙ্গালুরু। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সেই খবরের সত্যতা অস্বীকার করা হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যদিও এখনও সরকারিভাবে বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর খবর প্রকাশ করেনি বেঙ্গালুরু। তবে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়ক হিসাবে বেঙ্গালুরুর পক্ষে ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করা হবে।
চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন তিনি। কয়েকদিন আগে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, এবার পাকিস্তান সুপার লিগেও তাকে দেখা যাবে।