গাজীপুরের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর এলাকার একটি বাসাবাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই পোশাক শ্রমিকের নাম বিউটি আক্তার (৩৮)। তিনি শেরপুর জেলার নকলা থানার কলাপাড়া গ্রামের মৃত তহুর উদ্দীনের মেয়ে এবং আবুল কাশেমের স্ত্রী।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বিউটি আক্তার পূর্ব কলমেশ্বর এলাকার জামাল চৌধুরীর বাড়ির ৬ষ্ঠ তলার পশ্চিম পাশের একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী এবং একমাত্র ছেলে অন্যত্র থাকতো। তিনি বাসায় একাই থাকতেন। একই এলাকায় তার আরও দুই বোন বাসা ভাড়া নিয়ে থাকেন।
তার বোনেরা এবং ছেলে গত রবিবার ফোন করে না পেয়ে বাসায় এসে ঘরের দরজা বন্ধ থেকে চলে যান।
তিনি আরও জানান, পরে সোমবার সকালে সন্দেহ হলে ওই ভাড়া বাড়ির কেয়ারটেকারকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে বারান্দার চেয়ার বসা অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।