আরিফুর রহমান,ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান হয়।এসময় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সম্মানিত অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান।
কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, প্রফেসর ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।