বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মধ্যে চারজন স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু। রোববার সাড়ে ১০টার দিকে আসামিরা বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজির আদালতে হাজির হয়।
এসময় আদালতের বিচারক তিনজনকে শিশু আদালতে প্রেরণ করেন। প্রাপ্ত বয়স্ক আসামি সিফাতকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামিরা হলেন- প্রাপ্ত বয়স্ক মোহাইমিনুল ইসলাম সিফাত, শিশু আসামি- প্রিন্স মোল্লা, রাকিবুল হাসান রিফাত, আবু আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কাদের। শিশু আসামিদের জামিন শুনানি চলছে বলেও তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।