24 C
Dhaka
ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আরিফ জমাদ্দার (৩৮) নামে একজন দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় থানা পুলিশ। এর আগে সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরডাইয়া গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় অপর পক্ষের এক দোকানীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১ টা পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিহত আরিফ জমাদ্দার চরডাইয়া গ্রামের মৃত জলিল জমাদ্দারের ছেলে। তিনি একজন মুদি দোকানি ছিলেন।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে আরিফ জমাদ্দারকে হত্যা করা হয়েছে।

নিহত আরিফের ভাই জসিম জমাদ্দার জানান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে স্থানীয় এমপির অনুসারী ও পৌর মেয়রের অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। তিনিসহ তার পরিবার স্থানীয় এমপি পংকজ দেবনাথ-এর অনুসারী। তাই তাদের উপর উপজেলা সভাপতি ও পৌর মেয়র কামালউদ্দিন খান ক্ষিপ্ত। এরই সূত্র ধরে পৌর মেয়রের অনুসারী ইউপি চেয়ারম্যান বাপ্পির নির্দেশে ১০/১২ জন লাঠিসোটা নিয়ে আরিফের দোকানে হামলা করে। হামলাকারীরা দোকানে প্রবেশ করে আরিফকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official