ইসরাত জাহান সুমাইয়া:
ভোলার বোরহানউদ্দিনের পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্ত পুলিশের বিচারের দাবী জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে।
বরিশাল ব্রজ মোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ সোমবার (২১ অক্টেবর) বেলা ১১টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সাধারন ছাত্রনেতারা বিএম কলেজ সম্মুখ সড়কের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন এসময় বক্তব্য রাখেন রনি তালুকদার,রেজাউল করীম,মোঃ তামিম, আব্দুলাহ-আল মামুন, আঃ রহিম, মাহফুজুর রহমান, মোঃ তাওহিদ, ফয়সাল আহমেদ, আকবর মলিক ও ঐশি প্রমুখ।
ছাত্র নেতারা এসময় বলেন, ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করার ঘটনায় তৌহিদী জনতার ব্যানারে রোববার ভোলার বেরহানউদ্দিন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং গুলি চালালে ৪ জন নিহত হয়। তারা মহানবীকে কটুক্তির নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবী জানায়।