আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘরের শত্রু বিভীষণ দের চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ টীম গঠন করেছেন। ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। সারাদেশে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী প্রধানমন্ত্রীর বিশেষ টীম এ ব্যাপারে একটি রিপোর্ট দলীয় সভাপতির কাছে জমাও দিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে ডেকে, যারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবে না, তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধানমন্ত্রী বলেছেন, এরা যতো প্রচারণা করবে ততোই দলে বিভক্তি সৃষ্টি হবে তারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে জানান, ‘আমাদের নেত্রী সারা দেশে পরিচালিত জরিপ থেকে মনোনয়ন মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন। ‘মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করলে খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। কাজেই অপর্কম করবেন না। কারও ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, বাইরের শত্রুর প্রয়োজন হবে না।