পটুয়াখালীতে কলেজের শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
পটুয়াখালীর ‘ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ’র আইসিটি বিভাগের জন্য অত্যন্ত নিম্নমানের বেঞ্চ সরবরাহ করে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক মোজাম্মিল হোসেনের নেতৃত্বে বুধবার এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ফিডকো ফার্নিচার কমপ্লেক্স থেকে ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের’ অধীন ৫৪টি হাই-লো বেঞ্চ পাঠানো হয়েছে। যার মূল্য ৬ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা, অর্থাৎ প্রতিটি বেঞ্চের গড় মূল্য ১১ হাজার ৫৬৭ টাকা। কিন্তু দুদক টিমের প্রাথমিক পর্যালোচনায় অত্যন্ত নিম্নমানের (বিভিন্ন স্থানে ফাটা, ঘুণে ধরা) বেঞ্চ সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
তারা অভিযানকালে আরও জানতে পারেন, প্রকল্পের অধীন দেশের ১১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।