হুজাইফা রহমান:
ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার শাহবাগে ১৮ নভেম্বর ২০১৭ শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় অক্টোবর বিপ্লব এবং কাজী নজরুল ইসলাম সেমিনার। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লব সংঘঠিত হয়, যা সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়। বিদ্রোহ এবং বিপ্লবের কবি কাজী নজরুল ইসলাম সেই অক্টোবর বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এদেশের সাথে সেতুবন্ধন রচনা করেছিলেন।
এবছর অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী। এই উপলক্ষে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ অক্টোবর বিপ্লব ও কাজী নজরুল ইসলাম সেমিনার- এর আয়োজন করে। সেমিনারে ড. মোঃ খালেকুজ্জামান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক, বাঁশরী; এরপর আলোচনা করেন, অধ্যাপক সফিকউজ্জামান, অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, কমরেড জোনায়েদ সাকী, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
এছাড়াও সেমিনারে বাংলাদেশের সমাজ এবং রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত চৌধুরী, বাঁশরী।