28 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি খুলনা

নিয়মিত দিলে কর, দেশ হবে স্বনির্ভর: কেসিসি মেয়র

এ.আই. অহিদ (খুলনা জেলা):

সোমবার সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) কালিপদ হালদার, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুুর রহমান, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মোঃ মোস্তাফা আলী ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক। কর অঞ্চল খুলনার কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ’’নিয়মিত কর না দিলে আমাদের অন্যের ওপর নির্ভর করতে হবে। কর দিয়ে সরকারকে সমৃদ্ধ করেন এবং পরনির্ভরতা দূর করুন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন। যারা সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন তারা দেশপ্রেম ও দেশের কল্যাণের জন্য দিয়েছেন’’। অতিথিরা আরও বলেন, ২০১৩ সালে করদাতা ছিল ১২ লাখের মতো। বর্তমানে ট্যাক্স আইডেনন্টিফিকেশন নাম্বার (টিআইএন) ধারী করদাতার সংখ্যা ৩৭ লাখের বেশি। যা বিগত পাঁচ বছরে প্রায় তিনগুণের কিছু বেশি বেড়েছে। এই কর মেলার মাধ্যমে করদাতা ৪০ লাখে পৌঁছাবে বলেও আশা করেন তারা।

’’আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’’ সহ আরও অনেক স্লোগান সামনে রেখে সোমবার সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়। কর অঞ্চল খুলনার আয়োজনে নগরীর একটি হোটেলে কর অঞ্চল খুলনার বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কর অঞ্চল খুলনার সার্কেল-১৫ নড়াইলের দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা পেয়েছেন ওয়াহিদুজ্জামান। তিনি ১১ বছর ধরে কর দিচ্ছেন। তিনি বলেন, কর প্রদান করলে সম্মান ও মর্যাদা পাওয়া যায়। ওয়াহিদুজ্জামান দেশ ও জাতির কল্যানে সবাইকে কর দেওয়ার আহবান জানান। যশোর থেকে তরুণ করদাতা হিসেবে সম্মাননা পাওয়া ওয়াছি ফরহাদ জামান বলেন, তরুণ প্রজন্মসহ কর আওতাভূক্ত জনগোষ্ঠী কর প্রদান করলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠবে। সম্মাননা প্রাপ্ত ৭৭ জন সেরা করদাতা হলেন- খুলনা সিটি করপোরেশনের সফরুন্নেসা, এসএম আজিজুল আলম ও আব্দুল হামিদ সরদার, রেহানা বেগম ও প্রদীপ কুমার বিশ্বাস, আলেয়া বেগম ও কাজী সানোয়ার হোসেন। সিটি কর্পোরেশন ব্যতীত ফুলতলা উপজেলার শেখ ইবাদত হোসেন, বটিয়াঘাটার মো. জিয়াউল আহসান, একই উপজেলার মো. শামীম আহসান, ফুলতলার গাজী হাফিজুর রহমান, বটিয়াঘাটার শেখ ইসলাম হোসেন, ফুলতলার রাবেয়া খাতুন ও পাইকগাছার মোঃ ইসতিয়ার রহমান (শুভ)। সাতক্ষীরার মো. আশিকুর রহমান (আশিক), খন্দকার আলী হায়দার, মো. আবু হাসান, মো. সামছুর রহমান, মো. আবুল কাশেম, সেলিনা সুলতানা শিউলী ও মো. সাজিদুল ইসলাম। বাগেরহাটের মো. আনিসুর রহমান, মো. সোহেল কবীর, এখলাছুর রহমান, মো. নূরুজ্জামান ভূইয়া, হাফিজুর রহমান শেখ, লিপিকা রানী দাস ও মীর রহমত আলী। যশোরের আবু নাসের সরকার, দীপা রানী দত্ত, মো. আনছারী হোসেন সোহেল, মো. আব্দুল মান্নান, রহমান শামীম, জাহিদা আফরোজ লিন্ডা ও ওয়াসির ফরহাদ জামান। কুষ্টিয়ার মো. মজিবুর রহমান, মো. পারভেজ রহমান, সেলিনা বেগম, আহমেদ আলী অ্যাডভোকেট, মো. গোলাম মহিউদ্দিন, তানিয়া আফরোজ ও ইশতিয়াক আজাদ। মাগুরার মো. মকবুল হোসেন (মাকুল), মো. মেহেদী হাসান রাসেল, মো. শাহীনুর রহমান পিকুল, অভিজিত কুমার কু-ু, গোপাল চন্দ্র কর্মকার, সুপ্তি হক ও রবিউল। নড়াইলের মো. ওয়াহিদুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন খান, সুবোধ কুমার রায়, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, মিনতী রানী বোস ও মো. জাহিদুল ইসলাম।

ঝিনাইদহের মো. মিজানুর রহমান লিটন, এম হারুন অর রশিদ, নিখিল কুমার পাল, মো. আব্দুর রহিম, মো. আমিনুল বাশার, জান্নাতুল ফেরদৌস ও মো. আতিকুল হাসান মাসুম। চুয়াডাঙ্গার দিলীপ কুমার আগরওয়ালা, সবিতা আগরওয়ালা, মো. শহিদুল হক মোল্লা, মো. হাফিজুর রহমান, মো. আব্দুল কাদের প্রধান, মারুফা হক ও সৈয়দ ফরিদ আহমেদ এবং মেহেরপুর জেলার অজয় সুরেকা, মো. আব্দুস সামাদ বিশ্বাস, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল আউয়াল, শ্যাম সুন্দর আগরওয়ালা, হামিদা খানম ও মো. শহিদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

banglarmukh official

সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

banglarmukh official

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

banglarmukh official

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

banglarmukh official

১৪ দিনে প্রবাসী আয় এলো ১৪ হাজার কোটি টাকা

banglarmukh official

কেজিতে পেঁয়াজের দাম কমল ১৫ টাকা

banglarmukh official