28 C
Dhaka
অক্টোবর ২৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ প্রশাসন

ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ইউনিয়ন পরিষদের সচিব গ্রেফতার

ফেইসবুকে সরকার বিরোধী প্রচারনা ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে স্ট্যাটাস দেয়ার অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক নজরুল ইসলাম নোয়াখালীর সুধারাম থানার ৩নং নোয়ান্ন ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে।

জানা যায়, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম দেড় বছর পূর্বে ওই ইউনিয়ন পরিষদে যোগদান করে। যোগদানের পর থেকে সে তার ব্যবহৃত মুঠোফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ফেইসবুকে সরকার বিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে পোষ্ট দিয়ে থাকে। উক্ত পোষ্ট দেখে চরকাঁকড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলামকে অবহিত করেন।

পরে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে তার ফেইসবুক যাচাই করে সরকারি বিরোধ ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে স্ট্যাটাস পেয়ে নিশ্চিত হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

এ সময় আটক নজরুল ইসলাম ফেইসবুক স্ট্যাটাসে সরকার বিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে পোষ্ট দিয়েছেন বলে সে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক নজরুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ বাদী হয়ে তথ্য আইনে মামলা দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official