বরিশাল সদর উপজেলাধীন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের হিরননগরে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। রোববার বিকাল সোয়া ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগমের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলায়। রহিমার স্বামী মো. বাচ্চু মোল্লা বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় রিকশার মিস্ত্রির কাজ করেন। ৫ বছর আগে তার সাথে রহিমা বেগমের বিয়ে হয়।
স্থানীরা জানায়, রহিমাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় রহিমা একটি ওড়নার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।