বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে বুধবার দুপুরে চতুর্থ শ্রেনীর পাঁচজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরেছে। গুরুত্বর অসুস্থ্য শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে চতুর্থ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী খেলাধুলা করার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক মাহাবুব আলম মীর্জা জানান, পানি জাতীয় কিছু জিনিস পান করার পর পাঁচ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরেছে। শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা আশংকাজনক নয় বলেও তিনি উলেখ করেন।