বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি নেতাকর্মীদের ওপর শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মেজবাহউদ্দিন ফরহাদ।সংবাদ সম্মেলন থেকে বরিশালের প্রশাসনের রদবদলের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ।
তিনি বলেন, বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পথে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। কয়েক দফার হামলায় বিএনপির ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। এছাড়া মেহেন্দিগঞ্জ থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি।
বিএনপি প্রার্থী মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ নাথ ভোটের মাঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভয় দেখাতে প্রশাসনকে ব্যবহার করছেন।
এ অবস্থার পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। এ কারণে বরিশালের প্রশাসন রদবদলের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ মেহেন্দীগঞ্জ উপজেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।