হুজাইফা রহমান:
অগ্নিযুগের বিপ্লবী, নারী মুক্তি সংগ্রামের অগ্রসেনানী বিশিষ্ট কমিউনিস্ট নেত্রী, মহীয়সী নারী মনোরমা বসু মাসিমা’র ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মনোরম বসু মাসিমা স্মৃতি ট্রাস্ট ও বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার যৌথ আয়োজনে বরিশালে মনোরমা বসু মাসিমা প্রতিষ্ঠিত মাতৃমন্দির স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মনোরমা বসু মাসিমা’র সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন এ্যাড. বিশ্বনাথ দাস মুন্সী। এরপর বরিশালের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা সভায় বক্তব্য রাখেন। সেখানে মনোরমা বসু মাসিমা’র জীবন দর্শন ও তার সংক্ষিপ্ত জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মনোরমা বসু মাসিমা’র আদর্শ গ্রহণ না করার কারণে সমাজে এতো অবক্ষয় হচ্ছে। তাই মনোরমা বসু মাসিমা’র জীবনী ও আদর্শ সম্পর্কে সবাইকে জানাতে হবে। এবং তারা সকলের কাছে বরিশালে মনোরমা বসু মাসিমা’র পুরনো ঘরটি সংস্কার করার দাবী জানান। এছাড়া সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ এর শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহিলা পরিষদের সভাপতি।