24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল নগরীর রসুলপুরে বিদ্যুৎ সংযোগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরিশাল নগরের রসুলপুরে অবিলম্বে বিদ্যুৎ সংযোগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করনে বরিশাল জেলা শাখার বাসদের সংগঠক মনিষা চক্রবর্তী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এ এইচ এম ইমন, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত রসুলপুর চর এলাকায় প্রায় ৫ হাজার মানুষেল বসবাস। এরা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হলেও প্রাপ্তির তালিকায় শূণ্য।

বক্তারা বলেন, ৭ বছর পূর্বে রসুলপুর এলাকায় বানিজ্যিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিভিন্ন জটিলতার কারনে গত আগষ্ট মাসে রসুলপুর এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ৫ হাজার মানুষ আজ অন্ধকারে বসবাস করছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান করে বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবী জানানো হয়। আর তা না হলে আগামী ৭ দিনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন ঘেরাও আন্দোলন কর্মসূচী পালন করা হবে বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের  করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official