আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তাঁকে করা হয়েছে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই পূর্ণ কমিটির কথা জানানো হবে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেবে। এ ছাড়া বিএনপির সঙ্গে আগে থেকেই ২০ দলীয় জোট রয়েছে।