নিজস্ব প্রতিবেদক:
এতো নির্দেশনা, সতর্কতা, অত্যাধুনিক ব্যবস্থা থাকতেও আমরা কতটা অনিরাপদ অসতর্ক প্রতিষ্ঠানের কাছে।
পেট্রোল পাম্পে ছিলোনা কোন কার্বন ডাইঅক্সাইড বা অগ্নি নির্বাপক ব্যবস্থা ,সিসি ক্যামেরার অবস্থা নাজুক।
পুলিশ আর রুপালী ব্যাংকে কর্মরত কর্মী সাহাদাৎ ও সুমন সহায়তায় বড় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পেট্রোলপাম্প।