এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের ১১জন অস্ত্রসহ গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ছাত্র ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।

আসামি ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এরপর বুধবার ভোরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ মামলার প্রধান অভিযুক্ত ফল সোহেল (২৭) মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।

বুধবার এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ১৭টি মামলার আসামি সোহেল রানা ওরফে ফল সোহেলকে গ্রেপ্তার করা হয়। এরপর মঠবাড়িয়া থানায় নিয়ে আসার সময় পৌরসভার সামনে কিশোর গ্যাংয়ের ২০–২৫ জন সহযোগী পুলিশের ওপরে হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়।

বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে কিশোর গ্যাং নেতা ফল সোহেলের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং রেদওয়ানের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করে। এ সময় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, এ ঘটনায় এসআই কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছেন। ১১ জন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official