স্টাফ রিপোর্টার//রেজুয়ানুর রহমান সফেন:
ঝালকাঠীর রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়ীয়া গ্রামের। নারিকেলবাড়ীয়া জাফরাবাদ সিনিয়র আলিম মাদরাসা স্থাপিতঃ ১৯৫৯ খ্রিঃ অত্র পতিষ্ঠান এর অধ্যক্ষ আঃ হাই এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একই পতিষ্ঠান এর শিক্ষক, শিক্ষার্থীরা। ৮ বছর ধরে বেতন স্কেল বন্ধ করে রেখে নানা রকম হয়রানি করেন অর্দক্ষ আঃ হাই এমন অভিযোগ তুলেছেন একই প্রতিষ্ঠান এর শিক্ষক মোঃ তসলিম উদ্দিন, আমিনুল ইসলাম সহো আরো ১০ সহকারী শিক্ষক। এমন অনিয়ম এর প্রতিবাদ করতে গেলে হুমকি দেয়া হচ্ছে অধ্যক্ষ আঃ হাইর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা এবং ফেইসবুক এর ফেইক আইডি খুলে মিথ্যা অপ্রচার চালায় আঃ হাইর লোকজন। রাজাপুর উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনসাধারণ।