শেখ সুমন
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় শহরের মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। তাছাড়া বরিশাল বঙ্গবন্ধু উদ্যা্ন (বেলস পার্ক) মাঠে আলোচনা সভা সহ নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, এনজিও, রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশনেন ।
অপরদিকে আজ বিকেল ৪টায় বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শীর্ষক আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু উদ্যানে। কনসার্টে বরিশাল জেলার সকল সরকারি- বেসরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।