29 C
Dhaka
নভেম্বর ১৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। চলমান রঞ্জি ট্রফি দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন তারকা এই ব্যাটার। সামাজিক যোগাযোগামাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ভারতের জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পেছনে তিনিই ছিলেন ভরসার নাম। তবে পরবর্তীতে ২০২১ সালের শেষ দিকে দলে জায়গা হারান এই উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। সেটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক শেষ ম্যাচ।

ভারতের হয়ে ৪০ টেস্ট আর ৯ ওয়ানডেতে ১৩০০ এর বেশি রান করেছেন ঋদ্ধি। যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি এবং ৬ হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে নিয়েছেন ৯২ ক্যাচ ও ছিল ১২ স্ট্যাম্পিং। কদিন আগেও জাতীয় দলের আশেপাশেই ছিলেন তিনি। তবে ঋশভ পান্ত ফেরায় এখন তার সেই সুযোগ আর নেই বললেই চলে।

তাছাড়া পান্তের ব্যাকআপ হিসেবে কেএস ভারত এবং ধ্রুব জুড়েল, কেএল রাহুল কিংবা সরফরাজ খানের মতো তারকারাও উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। আর এই বাস্তবতা মেনে অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

যে কারণে জাতীয় দলে ফেরার আসা বাদ দিয়ে রঞ্জি ট্রফি খেলেই বিদায় বলতে আগ্রহী তিনি। ২০০৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৫ বছর বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। এরপর ২০২২ সালে চলে যান ত্রিপুরায়। সেখানে দুই বছর রঞ্জি খেলা শেষে আবার ফিরে আসছেন নিজের চেনা ডেরায়। এখান থেকেই নেবেন অবসর। নিজের এক্স-হ্যান্ডেলে এক পোস্ট নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

সম্পর্কিত পোস্ট

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official

সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

banglarmukh official

ফিরলেন মিরাজ-হৃদয়, শান্তর দিকে তাকিয়ে বাংলাদেশ

banglarmukh official

২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই ভারত

banglarmukh official

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

banglarmukh official

বাংলাদেশের মাঠে দ.আফ্রিকার রেকর্ড

banglarmukh official