পবিপ্রবি প্রতিনিধি //মোঃইমরান হোসেনঃ
পরপর ২টা সফল আন্দোলনের পর এবার আন্দোলনে নেমেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের অনুষদের শিক্ষার্থীরা।গত ১৩ ই নভেম্বর উক্ত অনুষদের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামে,এবং ৬ দফার একটা স্মারকলিপি রেজিস্ট্রার বরাবর জমা দেন।তাদের দাবি দাওয়াগুলোর মধ্যে রয়েছে অনুষদের নাম পরিবর্তন করে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা অনুষদ নামকরন,নবম সেমিষ্টারের ইন্টার্নশিপ ও রিসার্চ কোর্স অষ্টম সেমিষ্টার এ নিয়া এসে সুসংগঠিত করা,ল্যাব ফ্যাসিলিটি ও ক্লাস রুম সংকট দূরীকরণ এবং অনুষদে যাওয়া আসার স্বতন্ত্র রাস্তার ব্যবস্থা করা।দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া গুলো মেনে নেয়ার উপর তাগিদ দেয়া হয়।অন্যথায় ক্লাস,পরিক্ষা বর্জন এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।