অনলাইন ডেক্স:
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন, বরিশাল সদর-৫ আসনের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।
সৌজন্য সাক্ষাত শেষে,আবুল হাসানাত আবদুল্লাহ্ বরিশাল সদর-৫ আসনের নৌকা মার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীমকে, জয়ী করার লক্ষে সদর আসনের দলীয় সকল নেতাকর্মীকে মাঠ পর্যায়ে ভোটারদের দুয়ারে গিয়ে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের স্বচিত্র তুলে ধরে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করার আহ্ববান জানান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: এ.কে.এম জাহাঙ্গীর ও সহ-সভাপতি,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান সহ অন্যন্য নেতৃবৃন্দ।