গাজা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। রোববার (৩ নভেম্বর) লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ১০৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, হিজবুল্লাহর এসব হামলা থেকে ইসরাইল এবং এর জনগণকে রক্ষা সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তবে হিজবুল্লাহর এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পরপরই হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়ায় ইসরাইল। এরই মধ্যে হিজবুল্লাহর দীর্ঘদিনের শীর্ষনেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় নিয়মিত বিমান হামলা চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল।