28 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য অপরাধ জাতীয় প্রচ্ছদ

এবার প্রাডো গাড়ি থেকে উদ্ধার সিংহ ও বাঘ শাবক, আটক ২

প্রাডো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় যশোরে দুটি সিংহ শাবক ও দুটি বাঘ (লেপার্ড ক্যাট) শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)। সোমবার শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোরের বিভাগীয় বন কর্মকর্তা জানান, প্রাণী চারটির মধ্যে বড় দুটি সিংহের বাচ্চা বলে মনে হচ্ছে। অপর দুটি বাঘ প্রজাতির। এদের বলা হয় লেপার্ড ক্যাট। এগুলো সচারচার বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম বা মিজোরাম অঞ্চলের চা বাগানে দেখা যায়। চিতা বাঘের মতো দেখতে। তবে এগুলো বিরল।

আর সিংহের বাচ্চা আমাদের দেশের না। এগুলো বাইরের কোনো দেশ থেকে আনা হতে পারে।

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন চারটি বাঘের বাচ্চা পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাডো গাড়িতে দুটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা ওই চারটি শাবক উদ্ধার করা হয়। আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। একই সাথে প্রাণী চারটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে শনাক্তের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিকভাবে দুটি শাবককে সিংহের এবং দুটিকে লেপার্ড (বাঘ প্রজাতি)  শাবক হিসেবে শনাক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার: ব্যারিস্টার সুমন

banglarmukh official

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

banglarmukh official

আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

banglarmukh official

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

banglarmukh official