31 C
Dhaka
এপ্রিল ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

অ্যান্টিগা টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার বোলিং পরিসংখ্যান ৬৪ রানে ৬ উইকেট। স্বামীর এমন আগুনে বোলিংয়ের পর তাকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দীর্ঘ সেই ফেসবুক পোস্টে রাবেয়া জানান, মাথায় আঘাত নিয়ে এই ম্যাচে খেলছেন তাসকিন। চোটের কারণে তাকে খেলতে নিষেধ করার পরও সে কথা কানে না তুলে দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে তিনি, করেছেন ক্যারিয়ারসেরা বোলিং।

তাসকিনের স্ত্রী এতে বেশ খুশি। তিনি লিখেছেন, ‘গতকাল ফজরের একটু আগে জানতে পারলাম তাসকিন মাথায় আঘাত পেয়েছেন। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম। কারণ, আমার তো তার জন্য দুয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। তাকে বলেছিলাম, যদি ঘাড় ও মাথা ব্যথা না কমে তাহলে খেলো না। ঔষধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে? যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে, সেখানে আজ তিনি ছয় উইকেট পেয়েছেন আর দুইটা উইকেট মিসও হয়েছে। এটাও ভালোর জন্য।’

কেন হঠাৎ এমন পোস্ট দিলেন, সেটিও শেষে স্পষ্ট করেছেন রাবেয়া। মূলত, মাঠের বাইরে খেলোয়াড়দের অজানা ত্যাগের গল্পগুলো জানাতেই তাসকিনপত্নীর এমন পোস্ট।

রাবেয়া যোগ করেন, ‘এমন অনেক গল্প আছে। আজ এটি শেয়ার করেছি শুধু আমার স্বামী বলে নয়। অনেক খেলোয়াড়ই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপ করতে চায় না। আপনারা তো খালি মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official