এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

গণভবনে সাবেক সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিধি লঙ্ঘন নয়

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘তাঁরা (সশস্ত্রবাহিনীর সাবেক কর্মকর্তারা) আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণবিধির লঙ্ঘন।

এ সময় রফিকুল ইসলাম বলেন, কোনো নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন,সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তাঁরা ইসি ও আদালতে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তাঁরা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official