নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বরেছেন, ওসমান পরিবার অভিভাবক মেনে চলে। মান্যতা ভদ্রতা আমাদের বংশীয় শিক্ষা। আপনাদের সমাবেশে আসার আগে দুই জন মানুষকে সালাম করে জানতে চেয়েছি আমি কি যাবো? আমি কি নির্বাচনে নামবো?
শুক্রবার জেলা শহরের বন্দর উপজেলার ময়মনসিংহ পট্টিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন ।
সেলিম ওসমান বলেন, সেই দুই জনের একজনকে আমি মা বলে ডাকি। আমি তাকে সালাম করে বললাম, আমি কী নির্বাচনে যাবো? তিনি আমাকে বুকের কাছে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বললেন, তোমাকে আরও আগে কেন পেলাম না? তুমি অবশ্যই যাবে। আরও অনেক দূর তোমাকে যেতে হবে।
সেলিম ওসমান বলেন, আমি আমার পার্টির চেয়ারম্যানকে সালাম করে জানতে চেয়েছি, আমি কী নির্বাচনে যাবো? তিনি আমাকে বললেন, তোমাকে নির্বাচন করতে হবে। নারায়ণগঞ্জ মানেই ওসমান পার্টি, ওসমান লীগ।
ওই সময় সমাবেশে উপস্থিত নেতা কর্মী ও সাধারন মানুষ সেলিম ওসমাকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে স্লোগান তোলেন। এর আগে পর পর দুটি সভায় সেলিম ওসমানেক নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মেম্বারগণ ও সিটি করপোরেশনের কাউন্সিলরগণসহ জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতা কর্মীরা নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হওয়ার জন্য জোর সমর্থন করেন।